জোকস এর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম



সমুদ্রের গাছ
একদিন স্যার ক্লাসে জিজ্ঞেস করলেন, "সমুদ্রের মাঝখানে একটা গাছ আছে। সেই গাছে একটা ফলও ধরেছে। এখন তোমরা বলো তো, সেই ফলটা কিভাবে আনা যেতে পারে??!!"

রায়হান চট করে দাঁড়িয়ে বললো, " আবার এমন কি কঠিন স্যার! আমি পাখি হয়ে উড়ে যাব। তারপর পেড়ে নিয়ে আসবো!"

স্যার রেগে গিয়ে বললেন, "তা তুমি পাখি হবে কি করে, শুনি?!!"

রায়হান হেসে বলল, "স্যার সমুদ্রের মাঝখানে গাছ হতে পারলে, আমি কেন পাখি হতে পারবো না?!!"

হি                 হি                হি..........................

Post a Comment

0 Comments